নিউজ ডেস্কঃ সাংবাদিক শিমুল হত্যামামলায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুসহ ৬ জনের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক সোমবার শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, সোমবার সকালে জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় মিরুসহ ৮ জনকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, সাংবাদিক শিমুল হত্যা ও ছাত্রলীগনেতা বিজয় মাহমুদকে মারধরের দুটি মামলায় পৃথক শুনানি হয়। এর মধ্যে শুধু হত্যা মামলায় মেয়র মিরু ও তার দুই ভাই মিন্টু-পিন্টুসহ ৬ জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেছিল।
এদিকে, সোমবার মিরুর রিমান্ড শুনানি চলাকালে আদালতে প্রাঙ্গনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই শাহজাদপুর কোর্ট চত্বরে র্যাব-পুলিশের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আদালত চত্বর ও বাইরে সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে মেয়রের বাড়িতে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় মেয়র মিরু ও তার ভাই শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। এরই এক পর্যায়ে কর্তব্য পালনকালে গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুরুতর আহত হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সাংবাদিক শিমুল মারা যায়। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুলক হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জন নামীয়সহ অজ্ঞাত আরো ২০/২৫ নামে হত্যা মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুকে আটক করে।