বড়লেখায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

বড়লেখায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে ৫ জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলো- পান্না রানী দাস (১৭), পল্লবী রানী দাস (১৭), ববিতা রানী দাস (১৭), প্রান্ত চন্দ্র দাস (১৮) ও পিয়ারা বেগম (১৭)। এদের মধ্যে প্রান্ত চন্দ্র দাস হাতে ও পল্লবী রানী দাস মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁরা সকলেই উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়, কেন্দ্র সচিব ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফকিরবাজার এলাকায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী সিএনজি চালিত অটোরিকশা মৌলভীবাজার-থ-১১-৯৮৩৭ হঠাৎ উল্টে যায়। এতে গাড়ীতে থাকা ৫ জন পরীক্ষার্থী আহত হন। আহত অবস্থায় তাদের দাসেরবাজর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হলে কেন্দ্র সচিব দিপক চন্দ্র দাস ৩ জনকে প্রাথমিক চিকিৎসা করান ও ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২ জন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় ১ ঘণ্টা পরে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে পল্লবী রানী দাস মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় পরীক্ষা চলাকালীন সময় কয়েক বার অজ্ঞান হয়ে পড়েন।

এ ব্যাপারে কেন্দ্র সচিব দিপক চন্দ্র দাস অটোরিকশা উল্টে পাঁচ পরীক্ষার্থী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের বিশেষ ব্যবস্থায় আলাদা কক্ষে পরীক্ষা নেওয়া হয়। দেরিতে অংশ নিলেও তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করেছে।’

Post a Comment

Previous Post Next Post