যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, শতাধিক অভিবাসী আটক

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, শতাধিক অভিবাসী আটক
ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এজেন্টদের হাতে শতাধিক অবৈধ অভিবাসী আটক হয়েছেন। গত সপ্তাহজুড়ে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে তাদের আটক করা হয়।

এই ধরপাকড়ের ঘটনাকে রুটিন কাজের অংশ বলে দাবি করেছে দেশটির প্রশাসন।

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও মুসলিম বিদ্বেষী নীতির কারণে দেশটিতে অভিবাসীদের ধরপাকড় বেড়ে গেছে। আর এ কারণে অভিবাসন সংশ্লিষ্ট আইনজীবী ও অভিবাসীদের পরিবারগুলোতেও দেখা দিয়েছে উদ্বেগ।

অভিবাসীদের স্বার্থ নিয়ে কাজ করা ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের নির্বাহী পরিচালক আলী নুরানি বলেন, ধরপাকড়ের ঘটনায় অভিবাসী ও তাদের শুভাকাঙ্ক্ষি নেটিভ আমেরিকানদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অভিবাসী বিরোধী অভিযান গভীর উদ্বেগের বিষয় বলে এক বিবৃতিতে জানান তিনি।

সরকারিভাবে আটকের সঠিক সংখ্যা না জানানো হলেও আটলান্টা অফিসের সূত্রে জানা গেছে, ২০০ জনের মতো আটক হয়েছেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলস ও পার্শ্ববর্তী এলাকা থেকে ১৬১ জন আটকের খবর পাওয়া গেছে। সূত্র : রয়টার্স

Post a Comment

Previous Post Next Post