সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে কুলাউড়া প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে কুলাউড়া প্রেসক্লাবের মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে গত ০৮ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কুলাউড়া শহরে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ এর পরিচালনায় মানববন্ধনে উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনিতিবিদ, কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড খন্দকার লুৎফুর রহমান ও জেলা সদস্য কমরেড আব্দুল লতিফ, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, হাকালুকি পত্রিকার সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, সুজনের উপজেলা সম্পাদক বদরুল হোসেন খান প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, সিপিবি উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা প্রতাপ সিং, জাপা উপজেলা যুগ্ম সম্পাদক মবশ্বির আলী, সাবেক মেম্বার দিপু ধর, আদিবাসী নেত্রী হেলেনা তালাং, প্রেসক্লাব সদস্য মহসিন আহমদ চৌধুরী ও জয়নাল আবেদীন, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম মছব্বির আলী, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, সাংবাদিক আতিকুর রহমান আখই, টাইম টিভির বিশেষ প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, দৈনিক সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, মাহফুজ শাকিল, দৈনিক নতুন দিন কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, জনতার নিঃশ্বাসের সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন, ঢাকা টাইমসের কুলাউড়া প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী অনি, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার শহর প্রতিনিধি আমিনুল ইসলাম দিদার প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post