বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, লাউয়াছড়া শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি বিশ্বের সম্পদ। এই প্রকৃতি সংরক্ষণের দায়িত্ব সবার।
রোববার (১২ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বার্নিকাট ১২৫০ হেক্টরের লাউয়াছড়া বনের প্রাকৃতিক জীববৈচিত্র্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় তিনি লাউয়াছড়া বনের ভিতরে এক ঘণ্টা ট্রেইল করেন। কথা বলেন লাউয়াছড়া সিএমসি, বন বিভাগ ও সেখানে ঘুরতে আসা পর্যটকদের সাথে। পরে তিনি লাউয়াছড়ার বাঘমারায় সিএমসির মহিলা সদস্যদের সাথে কথা বলে তাদের কার্যক্রম সর্ম্পকে অবহিত হন।