সম্পাদকীয়- আমাদের স্বপ্ন পরানের গহীনে

আমাদের স্বপ্ন পরানের গহীনে
কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, ‘একলা হলে হারি, এক হলে পারি’। অর্থাৎ আমাদের যৌথতা আমাদের একাকীত্ব ঘোচায়। ‘প্রিয় কুলাউড়া’ অনলাইন পত্রিকায় এক ঝাঁক উদ্যোমী তরুণ সংবাদ লেখক মিলেমিশে কাজ করে এই সংবাদ মাধ্যমটি পাঠকের কাছে জনপ্রিয় করে তুলেছেন।
আমরা জানি, একটি পত্রিকা সমাজে দর্পণের মতো কাজ করে। অন্যায়-অত্যাচার, হানাহানি, অরাজকতা, চরম বৈষম্য এবং নৈরাজ্যিক চিত্র সেই দর্পণে প্রতিফলিত হয়ে সাধারণ পাঠকের উপলব্ধিতে ধাক্কা দেয়। তখন সেই পাঠক আর কিছু না পারেন বিষয়গুলো একজন দুইজন করে বহুজনের সাথে শেয়ার করেন। এভাবে এক কান থেকে অনেক কানে পৌঁছায়। তখন চিন্তা এবং উপলব্ধির একটা গভীর সেতুবন্ধন তৈরি হয় মানুষে-মানুষে। যে মানুষ প্রতিবাদী হয়, আওয়াজ দিতে দ্বিধাবোধ করেনা অন্যায়ের বিরুদ্ধে। এমন মানুষ তৈরি হওয়াটাই পত্রিকার অর্জন। তার স্বার্থকতা। দায় নিয়ে পথচলা। পথের ধুলোবালি মাখা পরিত্যক্ত পথফুলের কষ্টকথা; সব হৃদয়ে ধারণ করে একটি পত্রিকা। যাকে আমরা ‘কার্যকারণের শব্দসমষ্টি’ বলতে পারি।
‘প্রিয় কুলাউড়া’ কুলাউড়ার এই অনলাইন ভার্সনটি আমাদের তুমুল উদ্যোমী তরুণ সংবাদ লেখকদের দ্বারা প্রকাশিত হচ্ছে। হাঁটি হাঁটি পা পা করে দুইটি বসন্ত পার করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো প্রিয় কুলাউড়া। আমাদের প্রিন্ট ভার্সনের এই বিশেষ প্রকাশনা প্রিয় অনালাইন পাঠকদের তুমুল উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ। একটু অন্যরকম ভাবনা থেকেই আমরা ‘প্রিয় কুলাউড়া’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এই বিশেষ সংখ্যাটি প্রকাশ করছি ভাষার মাসে। অনলাইন পত্রিকাতো কখনো ছাপানো কাগজের নতুন গন্ধের স্বাদ গ্রহণ করতে পারে না। আমরা এই প্রথমবার নিলাম। আর সেটা সম্ভব হয়েছে প্রিয় লেখক, শুভাকাক্সিক্ষদের ভালোবাসায়...। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ-নিবন্ধসহ ভালোবাসার গভীরতায় বিশেষ লেখা দিয়ে আমাদের প্রিয় কুলাউড়ার প্রকাশনাকে বিশেষায়িত করেছেন প্রিয় মানুষজন। তাঁদের সবাইকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
 
আমাদের স্বপ্ন পরানের গহীনে
আমরা প্রিয় কুলাউড়া পরিবার দৃপ্ত প্রত্যয়ে ঘোষণা করছি- চোখের সম্মুখে যা দৃষ্টিগোচর; সেই উৎস থেকে এবং উৎসের অজানা সন্ধানে আমরা অঙ্গীকারাবদ্ধ। যে সংবাদে সত্য-মিথ্যার বেড়াজাল রয়েছে এরকম ক্ষেত্রে রিপোর্টার তাঁর পারিপার্শ্বিক ঘটনাপ্রবাহ তুলে ধরে সত্যের সঙ্গে মিথ্যার, সাধুর সঙ্গে শয়তানের পার্থক্য তুলে ধরবে পূর্বের ধারাবাহিকতায়। কারণ আপনাদের প্রিয় কুলাউড়া কথায় নয় কাজে আস্থা রাখে শতভাগ। নতুন বর্ষে পদার্পণে রইলো সবার জন্য শুভকামনা। 

শুভেচ্ছার অজস্রতায় - 
এ কে এম জাবের, 
সম্পাদক ও প্রকাশক, 
 প্রিয় কুলাউড়া (priyokulaura.com)

Post a Comment

Previous Post Next Post