অনলাইন ডেস্কঃ পাকিস্তানের লাহোরের পাঞ্জাব গণপরিষদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ঊর্ধ্বতন দু'জন পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। আজ সোমবারের এই ভয়াবহ হামলায় আরো ৫৮ জন আহত হয়েছেন। দেশটির পাঞ্জাবের স্বাস্থ্যসচিব হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
সংবাদ সূত্রে জানা যায়, পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের বাইরে একটি রাজনৈতিক বিক্ষোভ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পাঞ্জাব পুলিশের এসএসপি জাাহিদ গণ্ডাল ও লাহোর ট্রাফিক পুলিশের ডিআইজি ক্যাপ্টেন (অব.) আহমাদ মবিন।