মহান মাতৃভাষা সম্মাননা পদক পেলেন কুলাউড়ার জলিল

মহান মাতৃভাষা সম্মাননা পদক পেলেন কুলাউড়ার জলিল
বিশেষ প্রতিনিধিঃ ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর পক্ষ থেকে মহান মাতৃভাষা সম্মাননা পদক ২০১৬ তে ভূষিত হলেন কুলাউড়ার জলিল মোবাইল এন্ড টেকনোলজির সত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল জলিল। গত ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঢাকাস্থ সেগুনবাগিচা প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে মাসব্যাপী  মাতৃভাষা দিবস উপলক্ষে “সর্বস্তরের বাংলা ভাষা চালু করতে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা “ ৫২ এর জীবন্ত কিংবদন্ত্রী ভাষা সৈনিক রেজাউল করিম” এর বই এর মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে মহান মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬তে ভূষিত করা হয়। অনুষ্ঠানে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’র চেয়ারম্যান সংস্কৃতিজন এ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। উদ্বোধক ছিলেন ভাষাসৈনিক রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ডাক্তার মোঃ ফরিদ খান, করাপশন নিউজ এজেন্সীর সম্পাদক সাংবাদিক ফরিদ খান প্রমুখ।  সংগঠনের ৩ সদস্যের জুড়িবোর্ড সফল ব্যবসায়ী ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মোঃ আব্দুল জলিলকে মহান মাতৃভাষা সম্মাননা পদক ২০১৬ পদকের জন্য মনোনীত করেন।

Post a Comment

Previous Post Next Post