সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়

সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা সিভিল সার্জনের আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, আকমল হোসেন নিপু।

উপস্থিত ছিলেন সৈয়দ মহসিন পারভেজ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নজরুল ইসলাম মুহিব, ফেরদৌস আহমদ দুলাল, ছালেহ এলাহী কুটি, পান্না দত্ত, হাসানাত কামাল, নুরুল ইসলামসহ জেলার অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগন অংশ গ্রহন করে। বক্তারা জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকল্পে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post