স্পোর্টস ডেস্কঃ আর মাত্র কয়েক ঘন্টা পরেই হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ ও ভারত দুই দলই নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চাইবে। আর সে কারনেই ম্যাচ শুরুর আগেই ভারতের কোচ অনিল কুম্বলে যেমন জানালেন, হায়দরাবাদ টেস্টে কঠিন এক লড়াই হবে বলেই আশা করছি।
বাংলাদেশকে সমীহ করে কুম্বলে বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলার পরেও ফল তাদের পক্ষে ছিল না। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। বাংলাদেশ দলে আছে বেশ কয়েক ভালো মানের খেলোয়াড়। সেই সঙ্গে আছে ভালো মানের অলরাউন্ডারও। সুতরাং ম্যাচটিতে কঠিন লড়াই হবে বলেই মনে করছি। ’
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের সেই আত্মবিশ্বাস বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে চায় ভারত। কুম্বলের ভাষায়, ‘ইংল্যান্ডের বিপক্ষে ভালো একটি সিরিজ পার করেছি। ঘরের মাঠে ভালো খেলেছে ছেলেরা। ওই সিরিজ আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। সামনে বেশ কিছু টেস্ট ম্যাচ আছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো-বাংলাদেশের বিপক্ষে সিরিজ। ’