শাহজালালে কেনিয়াগামী ৭৩ সন্দেহভাজন আটক

শাহজালালে কেনিয়াগামী ৭৩ সন্দেহভাজন আটক
নিউজ ডেস্কঃ শাহজালাল বিমান বন্দর থেকে কেনিয়াগামী ৭৩ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে এপিবিএন সদস্যরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পর তাদের আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের এএসপি তারিক আহমেদ আস-সাদিক সংবাদ মাধ্যমকে বলেন, বিকেল ৪টার দিকে গোপন সংবাদে জানতে পারি স্বল্প মেয়াদ ভিসায় ৪ জন কেনিয়ায় যাচ্ছেন। বাংলাদেশ বিমানের (সিরিয়াল নং ০৫১) সাড়ে ৬টার ফ্লাইটে যাচ্ছিলেন। খুঁজে বের করে জানা যায় মোট ৭৩ জন যাচ্ছেন স্বল্প মেয়াদের ভিসায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের সবাইকে আটকে দেয়া হয়।

এই কর্মকর্তা আরো জানান, এদের মধ্যে অনেকের রিটার্ন টিকিটও কাটা আছে। সন্দেহ হওয়ায় তাদের আটক করে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আদম ব্যবসায়ীদের সঙ্গে মিউচুয়াল এগ্রিমেন্ট করেছেন। বিদেশ গমনে কোনো টাকাও দেয় নি। প্রথমে লিবিয়া, তারপর কেনিয়া যাওয়ার কথা ছিল। কেনিয়ায় পৌঁছানোর পর বিভিন্ন দেশে চলে যাবার পরিকল্পনা করেছিল। সেখানে পৌঁছার পর টাকা পেমেন্ট দেয়ার মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছিল তাদের মধ্যে।

Post a Comment

Previous Post Next Post