অনলাইন ডেস্কঃ ইসরাইল-মিশর সীমান্তের কাছে বুধবার রাতে দুই ফিলিস্তিনি নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার হামাস এ কথা জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের জন্য ইসরাইলের বিমান হামলাকে দায়ী করেছে। খবর এএফপি’র।
গাজা সীমান্তবর্তী মিশরের সিনাই থেকে বুধবার সন্ধ্যায় ইসরাইলের লোহিত সাগর তীরবর্তী পর্যটনকেন্দ্র এইলাতে বেশ কয়েকটি রকেট ছোঁড়ার পর তেলআবিব এ বিমান হামলা চালায়।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার পর্যন্ত এই প্রতিশোধমূলক হামলার বিষয়টি নিশ্চিত করেনি।