স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার প্রাচীনতম সংগঠন রাইজিং স্টার ক্লাব (কুলাউড়া) এর উদ্যোগে গত ৪ ফেব্রুয়ারী শনিবার দূপুর ২ ঘটিকার সময় কুলাউড়া উছলাপাড়াস্থ আত্তর খাঁন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি শরীফ আহমদের সভাপতিত্বে ও ক্লাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আজীবন সদস্য তোফায়েল আহমদ ডালিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মহসিন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খাঁন সাহেদ, কুলাউড়া পৌরসভার ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সামছুল ইসলাম, স্পেন প্রবাসী ক্লাবের আজীবন সদস্য তুতিউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের আজীবন সদস্য আহবাব হোসেন খাঁন বাপ্পি, ফ্রান্স প্রবাসী রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাষ্টের সাবেক সদস্য সচিব আব্দুল মুকিত রুহেল, কাতার প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা এপেক্সিয়ান সালেহ আহমদ। এ সময় আরও যারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারা হলেন রাইজিং স্টার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আজীবন সদস্য জাকারিয়া আলম মিন্টু, রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান এ.এফ.এম. ফৌজি চৌধুরী, প্রথম আলো কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সদ্য অতীত সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পাল, রাইজিং স্টার ক্লাবের সিনিয়র সহ সভাপতি আলমাছ পারভেজ তালুকদার, সেক্রেটারী শফিউল আলম সৌরভ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম, রাইজিং স্টার ক্লাবের সিনিয়র সদস্য এনামুল হক, জিয়া উদ্দিন, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের বোর্ড ডিরেক্টর এপেক্সিয়ান সোহেল আহমদ, এপেক্সিয়ান আলতাফ হোসেন সুমেল, রাইজিং স্টার ক্লাবের সদস্য আবির হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে কম্বল প্রদান করা হয়।