আমার স্বপ্ন ও প্রিয় কুলাউড়া

আমার স্বপ্ন ও প্রিয় কুলাউড়া
সাঈদ খান শাওন: ভারতের প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালাম একদা বলেছিলেন যে, মানুষ তার স্বপ্নের সমান বড়। কথাটিতে দ্বিমত পোষণ করবে এমন লোক হয়ত হাতে গোনা। প্রকৃত অর্থে যে স্বপ্ন দেখতে জানে, তাকে কখনো পরাজিত করা যায় না। ঠিক তেমনি আমিও স্বপ্ন দেখি, স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্ন দেখব।
এ স্বপ্ন মানুষের জন্য, এ স্বপ্ন সমাজের জন্য, এ স্বপ্ন দেশের জন্য। আমরা যদি পৃথিবীতে মহান মনীষীদের জীবনী লক্ষ্য করি তাহলে দেখবো যে সবাই ছিলেন স্বপ্নবাজ। তারা স্বপ্ন দেখতেন, তারা স্বপ্ন দেখাতেন এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেন। সেই জন্যই তারা আজ বিশ্বের মানচিত্রে অবিস্মরণীয় হয়ে আছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, চার বছর বয়সে কথা বলতে না পারা, সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসেবে বিবেচিত ছেলেটি আলবার্ট আইনস্টাইন হতে পারে। যদি নিজের কোম্পানি থেকে বহিষ্কার হওয়া ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে। তাহলে আমিও বিশ্বাস করি আমার এই কুলাউড়াতে এখনো অনেক ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের কার্যক্রমের মাধ্যমে একদিন জাতীয় পর্যায়েও সুনাম বয়ে আনতে পারবে। ঠিক তেমনি একটি হলো আমাদের সবার অতি পরিচিত কুলাউড়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘প্রিয় কুলাউড়া’। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। সেই প্রযুক্তির যুগের অন্যতম বাহক হিসেবে এখন অনলাইন পত্রিকাও জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দিক হিসেবে পাঠকের কাছে আবির্ভূত হয়ে আসছে। ঠিক তেমনিভাবে আমিও স্বপ্ন দেখি ‘প্রিয় কুলাউড়া’ সবার প্রিয় হয়েই তার কার্যক্রম অব্যাহত রাখবে।
 
= সাঈদ খান শাওন: যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Post a Comment

Previous Post Next Post