লালাখালে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

লালাখালে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
নিউজ ডেস্কঃ সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন দুই পর্যটক। নিহতরা কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে হাসান মো. সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহিব শশী (২৫) নামে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির।

তিনি বলেন, কিশোরগঞ্জের মেডিকেল কলেজের ৫/৬ জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে লালাখাল বেড়াতে এসেছিলেন। লালাখালে মিস্ত্রিঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে ডুবে যান সাঈদ। তাকে উদ্ধার করতে গিয়ে শশীও তলিয়ে যান চোরাবালিতে। সন্ধ্যার দিকে এলাকাবাসীর সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাঈদের বাড়ি ঢাকা ও ইসহাক বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। দু’জনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, সিলেটের অন্যতম পর্যটন স্পট লালাখাল পান্না সবুজ জলের জন্য বিখ্যাত। ভারতীয় পাহাড় থেকে নেমে আসা এখানকার নদীতে ঘুুরে বেড়ানো পর্যটকদের অন্যতম আকর্ষন। তবে লালাখালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ও চোরাবালিতে আটকে বিভিন্ন সময় প্রাণহারান পর্যটকরা।

Post a Comment

Previous Post Next Post