স্টাফ রিপোর্টারঃ হাছনা মমতাজ ফাউন্ডেশনের উদ্যাগে হাছনা মমতাজ স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড প্রদান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে আগামী ১৮ই ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টায় কুলাউড়া উছলাপাড়াস্থ লিটল স্টার একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য একই ভেন্যুতে দিন ব্যাপী অনুষ্ঠানে সকাল ১১টায় প্রদর্শনী হবে বিশিষ্ট কলামিষ্ট এ.এফ.এম ফৌজি চৌধুরীর লেখার অঙ্গনে ২৫ বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়া লেখা। সকাল সাড়ে ১১টায় হাছনা মমতাজ ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান। পাশাপাশি কেক কেটে উদযাপন করা হবে হাছনা মমতাজ স্মৃতি বৃত্তি পরিষদের ১০ বৎসর পূর্তি। এছাড়াও দূপুর ১২টায় লোগো উম্মোচন করা হবে মম-ছায়া প্রকাশনীর। দূপুর সাড়ে ১২টায় মম-ছায়া প্রকাশনীর প্রথম প্রয়াস সাহিত্যপত্র স্বপ্ন এর মোড়ক উম্মোচন। দিন ব্যাপী এই নানা আয়োজনে সবার উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন হাছনা মমতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও সেক্রেটারী এ.এফ.এম মারুফ চৌধুরী, হাছনা মমতাজ স্মৃতি বৃত্তি পরিষদের সদস্য সচিব নাসির জামান খান জাকি ও মম-ছায়া প্রকাশনীর সম্পাদক শহীদুল ইসলাম তনয়।