কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের ক্ষমতা গ্রহনের একবছর পুর্ন হয়েছে ৭ ফেবুুয়ারী। পৌরসভা প্রতিষ্টার ১৫ বছর পর আওয়ামীলীগ মনোনীত মেয়র ক্ষমতায় এসে অতীতের চেয়ে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। এক বছরে গোটা পৌর এলাকায় রাস্তাঘাট, ড্রেন, আলোকবাতি, বিশুদ্ধ পানি ব্যবস্থা, ব্রীজ, মসজিদ, মন্দিরসহ প্রায় ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়েছে এবং আরো ২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। মেয়র জুয়েল আহমেদ জানান, তিনি দায়িত্ব নেবার সময় মাত্র ৩৪ হাজার টাকা পেয়ে ছিলেন। গত ১ বছরে রাজস্ব আদায় হয়েছে ৬৪ লাখ টাকা। পৌরসভায় এক বছরে যা উন্নয়ন হয়েছে তা সম্ভব হয়েছে বতর্মান সরকারের এমপি সাবেক চীফ হুইপ আব্দুস শহীদ এর কল্যানে। তিনি প্রধানমন্ত্রীর সহযোগীতায় এ উন্নয়ন কমর্কান্ড পরিচালনা করছেন। তিনি পৌরবাসীকে ধন্যবাদ দিয়েছেন তাকে সহযোগীতা করায়।