৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০
অনলাইন ডেস্কঃ ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার বিকালে সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন। তিনি ইত্তেফাককে বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৯০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১২ মার্চ থেকে শুরু হবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হবে।

লিখিত পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। ছাড়াও টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফল জানা যাবে।

প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ১১ হাজার ৩২৬জন চাকরি প্রার্থী এতে অংশ নেন। কিন্তু উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গতবছর ১ থেকে ৬ সেপ্টেম্বর আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নেন তারা।
 

Post a Comment

Previous Post Next Post