নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ৩ জনের মনোনয়ন বাতিল হয়। শনিবার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইকালে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাধারণ সদস্য পদে ৩ নং ওয়ার্ডে সুব্রত কুমার দাস, ৮ নং ওয়ার্ডে মো. আব্দুল আজিজ বদরুল, ১০নং ওয়ার্ডে আব্দুল মতিন, ১১নং ওয়ার্ডে মো. ইমরান, ১২নং ওয়ার্ডে আমবেন্দ্র দেবনাথ, ১৩ নং ওয়ার্ডে মো. হেলাল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩নং ওয়ার্ডে রাকিবা সুলতানা তালুকদার, ৪নং ওয়ার্ডে মিতালি দত্ত, ৫নং ওয়ার্ডে রোকশানা আক্তার সহ সকলের জমাকৃত কাগজপত্রের বিভিন্ন ত্রুটি থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়।