সৌদিতে তুষারপাত, বরফের চাদরে ঢাকল মরুভূমি!

সৌদিতে তুষারপাত, বরফের চাদরে ঢাকল মরুভূমি!
অনলাইন ডেস্কঃ রাতারাতি বালির মরুভূমি বদলে গেল বরফে। যেখানে তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে তাপমাত্রা হঠাৎ একেবারে শূন্যের নীচে! সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমি হঠাৎ ঢেকে গেছে বরফের চাদরে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনা বিরল। এর আগে এমন কোন দিন এটি ঘটেনি। সৌদি আরবের উত্তরে আল জফের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কেরও ৩ ডিগ্রি নীচে। বরফ পড়ায় বাসিন্দারা আনন্দে রাস্তায় নেমে আসেন।

হঠাৎ এই ভাবে বরফ পড়া নিয়ে যেমন তারা বিস্মিত, তেমনই আনন্দে আত্মহারাও। রুক্ষ, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইজারল্যান্ড হয়ে যাবে কখনও ভাবেননি তারা। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।

এমনিতে ওখানকার গড় তাপমাত্রা যথেষ্ট বেশি। তবে আবাহবিদদের মত, এই এলাকায় ঝড় হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এর সঙ্গে কিউমুলোনিম্বাস মেঘের জটলায় হঠাৎ অনেকখানি তাপমাত্রা কমে গিয়েছে। তুষারপাত হওয়ার এটাই প্রধান কারণ বলে তারা জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Post a Comment

Previous Post Next Post