কুলাউড়ায় ইউনাইটেড রয়েল্স ক্লাবের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় ইউনাইটেড রয়েল্স ক্লাবের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের আয়োজনে ৮জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাব সভাপতি সংবাদকর্মী মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আই মুর্শেদের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের আসম কামরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, ক্লাবের প্রবাসী উপদেষ্ঠা মোঃ আফজাল হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম লিটন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন স্পেন এর যুগ্ম সম্পাদক তুতিউর রহমান, কাতার প্রবাসী কমিউনিটি ও ক্রীড়া সংগঠক ছালেহ আহমদ, মদিনা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম আজাদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা ও ক্রীড়া সংগঠক সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আবু তাহের সুমন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা মোফাজ্জল করিম সেবু, গ্রীণ ভাটেরা সমাজ কল্যান সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও প্রবাসী কমিউনিটি নেতা কামরুজ্জামান খান সবুর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এবাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য জাভেদ মাহবুব। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মোঃ বদরুল ইসলাম, নাজমুল বারী সোহেল। বোর্ড সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন এম আতিকুর রহমান আখই। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড সদস্য এম. মছব্বির আলী, শহীদুল ইসলাম তনয়, আব্দুল মুহিত বাবলু, শওকত জামান খান জিয়া, সুরমান আহমদ, এ কে এম জাবের, মোঃ আলাউদ্দিন কবির, সহ-সভাপতি মোশারফ সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, অর্থ সম্পাদক মোঃ শাহাবউদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মাশুদুর রহমান আফজল, ক্রীড়া সম্পাদক মুক্তাদিরুল ইসলাম তুহিন, সদস্য সিদ্দিকুর রহমান ফজলে নূর, পরিতোষ মালাকার শান্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্লাব নেতৃবৃন্দরা প্রধান ও বিশেষ অতিথি এবং সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Post a Comment

Previous Post Next Post