এবার ক্রিকেটেও লাল কার্ড !

এবার ক্রিকেটেও লাল কার্ড !
স্পোর্টস ডেস্কঃ ফুটবল খেলায় অখেলোয়াড়সুলভ আচরণের কারণে লাল কার্ডের প্রচলন সবারই জানা। একই কারণে এবার ক্রিকেটেও এই কার্ডের প্রচলন হতে চলেছে।
একইসঙ্গে ব্যাটের আকারসহ আরও কয়েকটি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আপাতত সেটি শুধু ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এমসিসি (মেরিলেবোন ক্রিকেট ক্লাব) বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য রিকি পন্টিং এমনটায় জানিয়েছেন। তিনি বলেছেন, এমসিসি ক্রিকেট কমিটি অনুমোদন দিলে এটা কার্যকর হবে।

বিবিসির খবরে লাল কার্ড দেখানোর অপরাধে বলা হয়েছে, আম্পায়ারকে ভয় দেখানো। শারীরিকভাবে অন্য খেলোয়াড়, আম্পায়ার, কর্মকর্তা ও দশর্কদের আক্রমণ করলে। কিংবা খেলার অন্য কোনো সাংঘর্ষিক কাজ করলে।

এদিকে, পাঁচ দিনের পরিবর্তে চারদিনের টেস্ট ম্যাচ চালু করার কথা ভাবছে এমএমসি। এছাড়া ব্যাটের আকৃতি কমিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। চওড়ায় ব্যাট হতে হবে ৪০ মিলি মিটার। আর পিছনের কার্ভের জন্য ওই মাপ হতে হবে ৬৭ মিলিমিটার!‌

Post a Comment

Previous Post Next Post