নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির উদনাছড়া চা বাগানে পাওনা টাকা চাইতে গিয়ে মাধাই বোনার্জী (৪০) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ চা বাগানের ধীরেন ঘাটুয়ালের ছেলে আকাশ ঘাটুয়াল (৩০) ও মৃত মেজু তেলাংগির ছেলে গৌরাঙ্গ তেলাংগিকে (৪০) আটক করেছে।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক মো. মনির বলেন, ‘দুপুরে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মাধাই বোনার্জী উদনাছড়া চা বাগানের পাট্রা লাইনের চা শ্রমিক ভরত বোনার্জী ছেলে।’
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নিহত মাধাই বোনার্জীসহ তার তিন বন্ধু এক সঙ্গে মদ পান করে। মদ খেয়ে বাড়ির ফেরার পথে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়। একপর্যায়ে কাঠের বর্গা দিয়ে মাধাই বোনার্জীর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। গভীররাতে বাগানের পাহারাদার তাকে উদ্ধার করে প্রথমে উদনাছড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে পরে কালিঘাট হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুত্রঃ সিলেট টুডে