বিনোদন ডেস্কঃ ভারতের নামকরা পরিচালক কৌশিক গাঙ্গুলীর 'বিসর্জন' ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। ছবিটি এখনো মুক্তি না পেলেও জয়ার কাজ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
ভারতের চলচ্চিত্রবোদ্ধাদের দাবি, এমন দক্ষ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার জয়া। কিন্তু ভারতের নাগরিক না হওয়ার কারণে তিনি পুরস্কার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
এ বিষয়ে জানতে চাইলে ভারতের সংবাদপত্র আনন্দবাজারকে জয়া বলেন, কী আর করা! অন্য কাউকে তো পেলাম না। এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব। তা হলে অন্তত আমি জাতীয় পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হব। কী বলেন, আইডিয়াটা কেমন?