অনলাইন ডেস্কঃ ইন্দোনেশিয়ার পুলিশের যাত্রীবাহী একটি ছোট বিমানের সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১২ যাত্রীবাহী ওই বিমানটি সিঙ্গাপুরে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কথা থাকলেও এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সিঙ্গাপুর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএস) বলছে, ইন্দোনেশিয়া পুলিশের নিখোঁজ যাত্রীবাহী ছোট বিমানের অবস্থান জানতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সিঙ্গাপুরের উদ্ধার সমন্বয়কারী কেন্দ্র এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
সিএএএস বলছে, পি৪২০১-এর বিমানের ওই ফ্লাইটে ১২ যাত্রী ছিলেন। স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।