দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিন জন বাংলাদেশি অপরজন ভারতীয় নাগরিক।

বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয় জানিয়েছে নিহতরা ক্রিস্টাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কর্মী। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে খুব শীঘ্রই নিহতদের নাম ও পরিচয় জানা যাবে বলে কনসাল জেনারেলের কার্যালয় জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post