কুলাউড়ায় চা শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা

কুলাউড়ায় চা শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা
নিউজ ডেস্কঃ কুলাউড়ার বরমচালে মনি রবিদাস (২০) নামে এক চা শ্রমিকের স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে বরমচাল চা বাগানের শ্রমিক রাজু রবি দাসের স্ত্রী। শনিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমচাল চা বাগানের চাম্পারতল এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বরমচাল চা বাগানের চা শ্রমিক রাজু রাবি দাস বাগানে কাজে ছিলেন। এসময় বাড়িতে থাকা তাঁর স্ত্রী মনি রবিদাস সবার অজান্তে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার এস আই মাসুদ করিম লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

কুলাউড়া থানার এস আই মাসুদ করিম মোবাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

Post a Comment

Previous Post Next Post