মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। রাত সাড়ে ৯ টার দিকে সিলেট এম এ জি উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। রুবেল মিয়া সদর উপজেলার মোকামবাজার এলাকার মৃত আব্দুল মতিন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোকামবাজার থেকে মৌলভীবাজার শহরে আসার পথে জগৎন্নাথপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার মুখমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে গুরুতর আহত হয় রুবেল মিয়া। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি উসমানী হাসপাতালে প্রেরণ করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুবেল মিয়ার মামা সাদেক আহমদ ইত্যাদি নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post