জেলা পরিষদ নির্বাচন: সিলেটে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

জেলা পরিষদ নির্বাচন: সিলেটে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ
নিউজ ডেস্কঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়া চার প্রার্থীর সবাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র বাছাইয়ের পর তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই চার প্রার্থী হলেন- অ্যাডভোকেট লুৎফুর রহমান (আওয়ামী লীগ সমর্থিত), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা, এনামুল হক সরদার ও মোহাম্মদ ফখরুল ইসলাম।

প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। পরদিন ১২ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছাড়াও সদস্য পদে ১১৯ জন এবং নারীদের জন্য সংরক্ষিত সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Post a Comment

Previous Post Next Post