নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানী তেলের দাম কমানোর ব্যাপারে মন্ত্রনালয়ের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কেবল সরকারের অনুমতির জন্য অপেক্ষা। শীঘ্রই সরকারের অনুমতি মিলবে জানিয়ে তিনি বলেন, 'ইমিডিয়েট তেলের দাম এডজাস্টমেন্টে যাবে।'
শুক্রবার দুপুরে সিলেট গ্যাসফিল্ডের কৈলাশটিলার তেল ও এলপিজি প্লান্ট পরিদর্শনে গিয়ে এমনটি বলেন নসরুল হামিদ।
গ্যাসের উৎপাদন বাড়াতে আরো ১০৮ টি কূপ খনন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১০৮টি ড্রিলিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে এসব কুপের ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ সম্পন্ন হয়েছে। টেন্ডারও আহ্বান করা হয়েছে।
সিলেটের জালালাবাদ, হবিগঞ্জের বিবিয়ানাসহ দেশে শেভরণ পরিচালিত গ্যাসক্ষেত্রগুলো কিনতে পেট্রোবাংলার আগ্রহের বিষয়ে নসরুল হামিদ বলেন, আমরা এমনিতে এসব কুপ থেকে ৮০ শতাংশ গ্যাস পাই। এখন বাকী ২০ শতাংশের জন্য কূপ পরিচালনায় বিনিয়োগ কতটুকু লাভজনক হবে এসব বিবেচনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী কৈলাশটিলার কুপ পরিদর্শনকালে পেট্রোবাংলা ও সিলেট গ্যাসফিল্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।