নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা ছাত্রদলের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষনা করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জেলা ছাত্রদল।
সূত্র থেকে জানা যায়, রবিবার দুপুর ১২ টা থেকে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সর্ব প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষনা করে স্বাক্ষর প্রদান করেন কেন্দ্রিয় ছাত্রদলের সহসাংগঠনিক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রিয় ছাত্রদলের সহ সাংগঠনিক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। #সংবাদ বিজ্ঞপ্তি