নিউজ ডেস্কঃ সিলেটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় দুই জালিয়াতকারীকে আটক করা হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হুলেন তাজুল ইসলাম (২৭) ও দুলাল উদ্দিন আহমদ (৪৭)। তারা সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়নের পানিয়ারহাটি গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে তাজুল ও একই এলাকার মৃত হাসন আলীর ছেলে দুলাল।
সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন- বিষ্ণু বালা নামে এক নারীর জাতীয় পরিচয়পত্র জাল করে যাচাই করতে আসে তাজুল ও দুলাল। কিন্তু সার্ভারের তথ্যের সঙ্গে তার তৈরি কার্ডে অসঙ্গতি থাকায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে জালিয়াতির বিষয়টি স্বীকার করেন তারা।