কুলাউড়ায় হিরা-গুলজান একাডেমীর প্রতিষ্টাতাকে সংর্বধনা প্রদান

কুলাউড়ায় হিরা-গুলজান একাডেমীর প্রতিষ্টাতাকে সংর্বধনা প্রদান
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া শ্রীপুর হিরা গুলজান একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদুর রহমান মুন্না সাম্প্রতিক ফিনল্যান্ড থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার একাডেমীতে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা পরিচালকের মাতা ও একাডেমীর ভূমি দাতা মোছাঃ গুলজান খানম, প্রধান শিক্ষক ইফতেখার শামীম রেফুল, সহকারী শিক্ষক রানো বেগম, বিলকিস চৌধুরী, উত্তম দেব, এ আর রহমান, সুলাতানা আক্তার, হিমা আর্চায্য। এছাড়ও অভিভাবকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শফিউল আলম শাহিদ, শফিক মিয়া, মঈন উদ্দিন, কুতুব উদ্দিন, আব্দুস শহিদ, ফকরুল ইসলাম, প্রমি আক্তার, জায়রা বেগম, রেফা বেগম, রুবি বেগম, রেজিয়া আক্তার, সামছুন্নাহার প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post