১৯ বছর পর তামিল ছবিতে ফিরছেন কাজল!

১৯ বছর পর তামিল ছবিতে ফিরছেন কাজল!
বিনোদন ডেস্কঃ ভেল্লা ইল্লা পাট্টাধারি। সংক্ষেপে ‘ভিআইপি’। এটি একটি মুভির নাম। ২০১৪ সালে মুক্তি পায় দক্ষিণী তারকা ধনুশ অভিনীত এই জনপ্রিয় তামিল মুভি। এই মুভিরই সিক্যুয়েল নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে চমকপ্রদ খবরটি হল, ‘ভিআইপি’-তে অভিনয় করবেন বলিউডের কাজল! এই খবর ফিল্মপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে, ‘ভিআইপি টু’-এর মুখ্য চরিত্রে কাজ করার জন্য কাজলকে অনুরোধ করা হয়েছে। মুভির গল্পও নাকি পছন্দ হয়েছে কাজলের। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চুক্তি হয়নি। ‘মিনসারা কানাভু’ ছিল কাজলের শেষ তামিল ছবি। ওই মুভিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এখন দেখার বিষয় ১৯ বছর পর তামিল ছবিতে ফিরছেন কিনা কাজল।  
পরিচালক আনন্দ গান্ধীর পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। এতে একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। 

Post a Comment

Previous Post Next Post