মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্দ্যেগে ৯ ডিসেম্বর শুক্রবার বিকালে ‘বিশ্ব দূর্নীতি বিরোধ দিবস’ পালন করা হয়েছে। ফোরামের সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার চিনুর পরিচালনায় বক্তারা বলেন-আমাদের দেহের সর্বাঙ্গে দূর্নীতি প্রবেশ করেছে। এই দূর্নীতির কারনে সরকার লক্ষ লক্ষ টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশে অর্থনৈতিক চাকা মন্থর গতিতে চলছে। সোনার বাংলা গড়তে হলে কিংবা স্বাধীনতার পরিপূর্ণ্য স্বাদ পেতে দূর্নীতিকে বিদায় জানাতে হবে। দুদক চেয়ারম্যান এ দিবস উপলক্ষ্যে ‘দেশ প্রেমের শপথ নিন’ দূনীতিকে বিদায় দিন’ শ্লোগানের সাথে একাত্ব প্রকাশ করছি। ফোরামের জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ এর সভাপিতত্বে বক্তব্য রাখেন পরিবেশবাদী আন্দোলনের সিলেট বিভাগীয় আহবায়ক আসমা সালেহ সোহেল, আইনজীবি নুপুর আহমদ, ফোরামের সাধারন সম্পাদক জিতু তালুকদার, সহ সভাপতি মতিউর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৈয়দ মুন্তাছির রিমন, যুব ফোরামের সভাপতি সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সহ সভাপতি ইকবাল হোসেন পাবেল, যুগ্ম সম্পাদক মাহমুদ এইচ খান, এইচ এম আব্দুল বাছিত খান, ছাত্র ফোরামের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল হাসান, অর্থ সম্পাদক অমিত পাল, তথ্য সম্পাদক সৈয়দ ফয়েজ আলী প্রমুখ। বক্তারা জেলার বিভিন্ন দূর্নীতি তুলে ধরে আরও বলেন- এই সংগঠনটি মেধাবী, সৎ, পরিশ্রমী ও দুর্নীতির বিপক্ষে দৃঢ সংকল্পকারী সচেতন বিভিন্ন পেশাজীবি লোক, যুবক ও ছাত্রদের নিয়ে ইতোমধ্যে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের সৎ সাহসের দ্বারা দুর্নীতি বাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। যাতে আগামী দিনে একটি সুন্দর বসবাস উপযোগী দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাওয়া যায়। তাই আসুন, সবাই এক সাথে একই কন্ঠে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলি। এসময় আরও উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটির যুগ্ম সম্পাদক পলাশ দেবনাথ, ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পপি, শারমিন খাঁন শানু প্রমুখ।