স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের ব্যস্ততম এলাকা দক্ষিণবাজারস্থ প্রধান সড়কের পাশে অবস্থিত ‘ ফিজা এন্ড কোং লি:’ নামক দোকানে তালা ভেঙ্গে ও টিনের চাল কেটে দুইবার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। ধৃতরা হলো উপজেলার মনসুর গ্রামের মৃত সাজ্জাদ মিয়ার ছেলে মুকিত মিয়া (২৩) ও দক্ষিণ জয়পাশা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বলাই মিয়া (২৪)।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ২ টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম)। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের দক্ষিণবাজারস্থ ‘ ফিজা এন্ড কোং লি:’ দোকানে চুরির ঘটনায় গত ১ ডিসেম্বর থানায় মামলা রুজু হলে পুলিশ এ ঘটনায় জড়িত চোরসদস্যদের আটকের জন্য অভিযান পরিচালনা করে। প্রাথমিক পর্যায়ে দোকানের সিসিটিভি’র ভিডিও ফুটেজ দেখে একজন চোর মুকিত মিয়াকে সনাক্ত করা সম্ভব হয়। নিজ এলাকায় ব্যাপক অভিযানের পর গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ডিসেম্বর বিকালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার আল মদীনা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে তাকে আটক করেন কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম। পরে তার দেয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে রাতে কুলাউড়া পৌর এলাকার জয়পাশা থেকে বলাই মিয়াকে আটক করেন এসআই হারুন অর রশীদ ও এসআই কানাই লাল চক্রবর্তী। এদিকে চলতি বছর একই দোকোনে এর আগেও চুরি সংগঠিত হয়েছিলো। ঐসময় সিসিটিভি ফুটেজে চোরের চেহারা অস্পষ্ট থাকায় আটক করা সম্ভব হয়নি।
দোকান মালিক প্রভাষক সিপার আহমদ জানান, দুইবার চুরির ঘটনায় আমার নগদ প্রায় ৩০ হাজার টাকা ও প্রায় লক্ষাধীক টাকার মালামাল চুরি হয়েছে। তবে অতিদ্রুত চোরদের আটক করার জন্য কুলাউড়া থানা পুলিশ ও সহযোগীতা করার জন্য ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানাই।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম) জানান, আটককৃতদের দেয়া তথ্যমতে চোরচক্রের মূল হোতাকে আটকের অভিযান অব্যাহত আছে।