স্টাফ রিপোর্টারঃ আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬’ উপলক্ষে কুলাউড়ায় ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
(৩ নভেম্বর) শনিবার দুপুরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে 'জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬' ২য় রাউন্ডের অবহিতকরন সভায় এ তথ্য জানানো হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা: সাঈদ এনাম, স্বাস্থ্য কমিটির সদস্য সমকাল প্রতিনিধি সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, সাংবাদিক খালেদ পারভেজ বখশ ও মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মিজানুর রহমান, সহকারী-স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, কুলাউড়ায় ৩শ ২৮ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ২শ শিশুকে নীল ও ১২-৫৯ মাস বয়সী ৫২ হাজার শিশূকে লাল ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মোট লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৫৮ হাজার ২শ জন শিশু। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কাজ করবে ৯শ ৮৪ জন স্বেচ্ছাসেবী এবং ৩৯ জন সুপারভাইজার।