স্পোর্টস ডেস্কঃ মৌসুমের প্রথম এল-ক্ল্যাসিকো ড্র হয়েছে ১-১ গোলে। স্প্যানিশ লা-লিগায় হোম ম্যাচে বার্সেলোনা শুরুতে গোল করে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে।
নিজেদের মাঠ ন্যুক্যাম্পে রিয়ালের বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালোই করেছিলো বার্সেলোনা। মেসি’র শট আটকে দেয় রিয়াল মাদ্রিদের ডিফেন্স।
এরপর প্রথমার্ধের বাকি সময়টা আধিপত্য রিয়াল মাদ্রিদের। তবে একের পর এক ব্যর্থতায় তারা গোল করে এগিয়ে যেতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পায় বার্সেলোনা। ৫৩ মিনিটে রিয়ালের গোল পোস্ট লক্ষ্য করে মেসি’র বাঁ পায়ের ফ্রি-কিকে হেড করে বার্সেলোনাকে এগিয়ে দেন স্ট্রাইকার সুয়ারেজ।
শেষ মিনিটে বার্সেলোনার ডি-বক্সে বল পেয়ে ডিফেন্ডার সার্জিও র্যামোসের হেডের গোলে খেলায় সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ।
১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রিয়াল মাদ্রিদ, ছয় পয়েন্ট পেছনে থাকা বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে।