একটি মাত্র ম্যাচ, কিন্তু মূল্য ৮,৮০০ কোটি টাকা!

একটি মাত্র ম্যাচ, কিন্তু মূল্য ৮,৮০০ কোটি টাকা!
স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ মানেই মাঠের বাইরে উত্তেজনার ছড়াছড়ি। আর মাঠের ভেতরের উত্তাপ তো আছেই। এল ক্লাসিকো এলে এই দুই দলের ভক্তরা চায়ের টেবিলে ঝড় তোলে নানা বিধ বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম বিষয় হল দুই দলের খেলোয়াড়দের দাম। আর সেই বিবেচনায় এবারের দ্বৈরথটিকে বলা যায় বিলিয়ন ইউরোর ম্যাচ।

রিয়াল-বার্সার সম্মিলিত স্কোয়াডের মোট দাম ১০৪ কোটি ৯০ লাখ ইউরো। বাংলাদেশের মুদ্রায় যেটা প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকা।

আর সেই সঙ্গে স্পনসর, টিভি স্বত্ব, টিকিট ও কোচিং স্টাফদের দাম ধরলে সেই টাকার পরিমাণ কোন আকাশ ছোঁবে কে জানে! এমনিতে বিশ্বের সবচেয়ে দামি দুই ক্লাবের মধ্যে কিন্তু সব সময়ই থাকে তারা।

Post a Comment

Previous Post Next Post