কুলাউড়া উপজেলা প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

কুলাউড়া উপজেলা প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫৬টি দলের অংশগ্রহনে শুরু হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লীগ। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক মো: আব্দুস ছালাম ও কাবুল পাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফয়জুল হক লিটন, সদস্য সচিব এহসান আহমদ টিপু, টুর্নামেন্টের পৃষ্টপোষক কাতার প্রবাসী এপেক্সিয়ান ছালেহ আহমদ। উল্লেখ্য, এই টুর্নামেন্ট ১৪টি গ্রুপে ৫৬ টি দল অংশ নিচ্ছে। কুলাউড়া উপজেলার ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ক্রিকেট দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জগন্নাতপুর যুব সংঘ ও চতুরঙ্গ যুব সংঘ সাদেকপুর।

Post a Comment

Previous Post Next Post