কুলাউায় জীবিকা প্রকল্পের আওতায় ৫১ লক্ষ টাকার চেক বিতরণ

 কুলাউায় জীবিকা প্রকল্পের আওতায় ৫১ লক্ষ টাকার চেক বিতরণ
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগিতায় ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম) এর বাস্তবায়নে জীবিকা কুলাউড়া প্রকল্পের উদ্বোধনের লক্ষে ৩ ডিসেম্বর শনিবার দুপুরে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিজেডএম এর সিইও ডঃ মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে ও এজিএম মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবিকা প্রকল্পের উদ্বোধন করেন ইস্ট কোস্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান মেরিনা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, সিজেডএম এর শরীয়াহ কনসালটেন্ট মাওলানা মোখতার আহমদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, সিজেডএম ডিএম ওয়েছ খান নূর সোহেল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সুশীল সেনগুপ্ত, নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ লাভলুসহ সিজেডএম ও প্রাইম ব্যাংকের কর্মকর্তারা। অনুষ্ঠানে কাদিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ রফিকুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন জীবিকা কুলাউড়া প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল খালেক। জীবিকা দলের বক্তব্য রাখেন গোলাপ স্বাবলম্বী দলের মোছাঃ ফাতেমা রহমান, বেদেনা স্বাবলম্বী দলের বেদেনা বেগম। জীবিকা প্রকল্পের আওতায় কাদিপুর ইউনিয়নের ১৭টি জীবিকা দলের ৫১০ জন হত দরিদ্র মহিলার মাঝে ১০ হাজার টাকা করে মোট ৫১ লক্ষ টাকার চেক ও ৫১০পিছ কম্বল আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইস্ট কোস্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান মেরিনা ইয়াসমিন চৌধুরী।

Post a Comment

Previous Post Next Post