মৌলভীবাজারে ব্যবসায়ী গুলিবিদ্ধ

মৌলভীবাজারে ব্যবসায়ী গুলিবিদ্ধ
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার পৌর শহরের লেক রোডে জয়গুরু স্টোরের সত্ত্বাধিকারী কানাই রায়কে গুলি করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যবসায়ী কানাই রায় গুলিবিদ্ধ হন। আহত কানাই রায় বলেন, সন্ধ্যায় আমার ছেলে তিপ রায়কে নিয়ে দোকানে বসেছিলাম। এ সময় টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বাকবিতণ্ডার পর রবিদাস নামে এক ব্যক্তি দু’নলা বন্দুক দিয়ে আমাকে গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় ব্যবসায়ী কানাই রায়কে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, তাদের ব্যবসায়িক লেনদেনের জের ধরে গুলি করা হয়। যিনি গুলি করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post