নিউজ ডেস্কঃ অবৈধভাবে বসবাসের দায়ে ৩৮ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বৃহস্পতিবার ভোরে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। ইমিগ্রেশন পুলিশের এসএস (বিশেষ পুলিশ সুপার) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে নিজ নিজ গন্তব্যে চলে গেছে। দীর্ঘদিন তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিল।
তাদের সম্পর্কে কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের যাবতীয় তথ্য রেখে দেয়া হয়েছে। তদন্ত করে দেখা হবে।