কুলাউড়ায় রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ট ৫ “জয়িতাদের সম্বর্ধনা” প্রদান করা হয়। কুলাউড়া উপজেলা নিবাহী কর্মকর্তা তাহসিনা বেগম এর সভাপতিত্বে ও শিক্ষিকা কুসুম আক্তার কলির পরিচালনায় জনমিলনকেন্দ্রে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কাসেম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ওসিসি প্রোগ্রাম অফিসার রিজভী আহমদ রাসেল, কুলাউড়া ইউপি চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ আতিক, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, এম,আর, ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ রিনা রউফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা,নারী উন্নয়ন ফোরামের সাবেক সম্পাদক সেবী বেগম, সম্বর্ধিত জয়িতা জোসনা বেগম,সৈয়দ রুলী বেগম, মিসপি সরেন, ফ্লোরা বাবলি তালাং প্রমুখ। সভায় অতিথিরা বলেন,বেগম রোকেয়া নারী জাতির অগ্রপ্রতিক। পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের ঘরে বন্দি রেখে বাংলাদেশের অগ্রগতি করা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলকে সম্পুরক হিসেবে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রক্ষা করতে আমাদের সকলকে ঘরে বাইরে আরো সচেতন হতে হবে। বেগম রোকেয়ার আর্দশে আমাদের নারী সমাজ এগিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নারীর ক্ষমতায়ন আরো বৃদ্ধি পাবে। সভাশেষে সম্বর্ধিত উপজেলার শ্রেষ্ট জয়িতাদের মধ্যে বরমচালের আকিলপুর নিবাসী জোসনা বেগম, ব্রাহ্মনবাজারের মির্জাপুর নিবাসী মিসপি সরেন ও মনি সয়েন, রাউৎগাও এর পীরেবাজারের সৈয়দা রুলী আক্তার ও কর্মধার মুরইছড়া পুঞ্জির ফ্লোরা বাবলি তালাংসহ ৫ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও নগদ অনুদান প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post