নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর বড় বোন মিনা বেগম মাখনের ৮তম মৃত্যুবার্ষীকি উপলক্ষে এই ঢেউটিন বিতরণ ও মসজিদে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার অফিস সম্মুখে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
কুলাউড়া সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মাসুক মিয়ার স্ত্রী নাসিমা বেগমকে এক বান্ডিল ঢেউটিন ও পৃথিমপাশা ইউনিয়নের পুরসাই হাফিজিয়া মাদ্রাসার মসজিদের কাজের জন্য হাফিজ মাওলানা আনসার উদ্দিনকে ৮হাজার টাকা দেওয়া হয়েছে।
ঢেউটিন ও অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন, রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, ফাউন্ডেশনের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার এস এইচ সৈকত, বরমচাল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রানু বেগম, প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না, কুতুব উদ্দিন, নারী কর্মী মমতাজ হাসান, ফাউন্ডেশনের সদস্য হাসিনা বেগম, ব্যবসায়ী হাজ্বী ফয়জুল ইসলাম, মিন্টু কুমার দাস, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান, রিপন ভট্টাচর্য, ব্যবসায়ী সফিকুর রাহমান ও আনোয়ার মিয়া প্রমুখ।