নেদারল্যান্ডে বোরকা ও নেকাবের উপর নিষেধাজ্ঞা !

নেদারল্যান্ডে বোরকা ও নেকাবের উপর নিষেধাজ্ঞা !
অনলাইন ডেস্কঃ নেদারল্যান্ডের সংসদের নিম্নকক্ষে পাস হল একটি আইন। আর এই আইনুসারে, সরকারি ভবনে বোরকা ও নেকাব পড়া যাবে না৷ এর ফলে নেদারল্যান্ডসের হাসপাতাল, স্কুল ও গণপরিবহণসহ বেশ কিছু জায়গায় পুরো মুখ ঢাকা পোশাক পড়তে পারবেন না মুসলিম নারীরা৷ তবে রাস্তায় কিংবা পার্কে বোরকা বা নেকাব পড়তে কোন সমস্যা নেই তাদের৷

নেদারল্যান্ডের আগে ফ্রান্স, বেলজিয়াম ও বুলগেরিয়ায় বোরকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এই আইনটি পাস হওয়ার আগে গত সপ্তাহে নেদারল্যান্ডসের সংসদের সামনে বিক্ষোভ করেন কয়েকজন মুসলিম নারী৷ নেকাব পরিহিতা কারিমা রাহমানি এক সংবাদ সংস্থাকে বলেন, "এর ফলে আমি যা হতে চাই তা হওয়ার অধিকার সীমিত হবে৷"

নেদারল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্লাস্টের্ক সংসদকে বলেন, "বোরকা ও নেকাবের কারণে মুখ ঢেকে যাওয়ায় যোগাযোগে সমস্যা হয়৷ অথচ যোগাযোগের ক্ষেত্রে একে অপরকে দেখতে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ৷ এই আইন না মানলে ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে৷ অবশ্য আইনটি এখনই কার্যকর হয়ে যাচ্ছে না৷ তার আগে সংসদের উচ্চকক্ষের অনুমোদন লাগবে৷"

Post a Comment

Previous Post Next Post