স্পোর্টস ডেস্কঃ একের পর এক হোঁচটে কোণঠাসা হয়ে পড়েছিল স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনা। এবার আর্দা তুরানের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল লুইস এনরিকের দল।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠ কাম্প নউয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।
আক্রমণভাগের দুই সতীর্থের অনুপস্থিতিতে এদিন জ্বলে ওঠেন লিওনেল মেসিও। শুরুতে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন তুরান। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচ জয়শূন্য ছিল বার্সেলোনা, শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র। সর্বশেষ শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে বসে বার্সা। মাঝে কোপা দেল রেতে তৃতীয় সারির দল এরকুলেসের বিপক্ষেও হোঁচট খায় কাতালান ক্লাবটি।
গত রাতের ম্যাচের মধ্যে দিয়ে এবার বোধহয় ঘুরে দাঁড়াতে চলেছে মেসি-তুরিনরা।
অবশ্য ইউরোপ সেরার মঞ্চে আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। তবে সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। তাই দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এ জয়টা বড্ড দরকার ছিল তাদের। সংবাদ সম্মেলনে এনরিকের কণ্ঠে সেটাই প্রতিফলিত হয়।
এই জয়ের পর ছয় ম্যাচের পাঁচটিতে জেতা বার্সেলোনার পয়েন্ট হলো ১৫।
‘সি’ গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৯।