স্পোর্টস ডেস্কঃ এবার পাসিং ফুটবলে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা৷ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে পাসের এই নতুন রেকর্ড গড়েছেন মেসি, সুয়ারেজ ও নেইমাররা৷
বার্সেলোনার ফুটবলাররা বলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পুরানো কৌশল ধরে রেখে মোট ৯৯৩টি পাস খেলেন। ২০০৩-০৪ সাল থেকে পাসিংয়ের রেকর্ডের হিসাব শুরু হওয়ার পর এটাই চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে সর্বোচ্চ পাসের ঘটনা।
শুরুতে লিওনেল মেসি দলকে এগিয়ে নেওয়ার পর হ্যাটট্রিক করেন তুরান। এবং দাপটের সঙ্গে খেলা ম্যাচেই এতগুলি পাস খেলে বার্সা৷ যার ফলে মঙ্গলবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মনশেনগ্লাডবাখকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় লুইস এনরিকের দল।