অনলাইন ডেস্কঃ আমেরিকার পরিবহন বিভাগের মুসলিম এক নারী কর্মীকে সিঁড়ি থেকে নীচে ঠেলে ফেলে দেয় এক ব্যক্তি। ওই নারীর একমাত্র অপরাধ ছিল যে তিনি বোরকা পরে ছিলেন।
আমেরিকায় ডোনাল্ডা ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর থেকে মুসলিম বোরকা পরা নারীদের উপর আক্রমনের অনেক ঘটনা ঘটছে। তারই উজ্জ্বল উদাহরণ এই ঘটনা।
৪৫ বছরের সোহা সালমা নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোটেশন অথরিটির কর্মী। সোমবার কাজের সময় বোরকা পরে ছিলেন তিনি। সে সময় এক ব্যক্তি জঙ্গি বলে চিৎকার করতে করতে সিঁড়ি থেকে সালমাকে ঠেলে ফেলে দেয়। এর জন্য সালমা হাঁটু ও পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান।
আহত সালমাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সালমা পুলিশকে জানান,‘আমি ট্রেনে থাকাকালীন পিছু নিয়েছিল অপরিচিত ব্যক্তিটি। স্টেশনে নামার পরও পিছু নেয় সে। হঠাৎ করে আমাকে ঠেলে ফেলে দেয়। ’